নোটিশ
তারিখ: ১৫ /১১ / ২০২৫
সকল ছাত্র-ছাত্রী, অভিভাবক ও সংশ্লিষ্টদের জানানো যাচ্ছে যে দেবীরচর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা–২০২৫ নিম্নোক্ত সময়সূচি অনুসারে অনুষ্ঠিত হবে—
পরীক্ষা শুরুর তারিখ:২০/১১/২০২৫
পরীক্ষা সময়: সকাল ১০:০০টা – দুপুর ১:০০টা
প্রবেশপত্র: প্রতিটি পরীক্ষার্থীকে পরীক্ষার হলে প্রবেশের সময় প্রবেশপত্র ও পরিচয়পত্র সঙ্গে আনতে হবে।
পরীক্ষা বিধি:
পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে পরীক্ষার হলে উপস্থিত হতে হবে।
মোবাইল ফোন ও যেকোনো ইলেকট্রনিক ডিভাইস আনা সম্পূর্ণ নিষিদ্ধ।
অনৈতিক কোনো কাজের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হবে।
সময়সূচি অনুযায়ী নির্ধারিত দিন ও সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। কোনো পরিস্থিতিতে পরবর্তীতে বিশেষ পরীক্ষা গ্রহণ করা হবে না।
পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করা হচ্ছে।
ধন্যবাদ।
প্রধান শিক্ষক
দেবীরচর মাধ্যমিক বিদ্যালয়