দেবীরচর মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ০১ জানুয়ারি ১৯৭০ ইং তারিখে, যেখানে ১৫০ শতাংশ জমি দান করেন আলহাজ্ব আঃ রহিম মুন্সি, আপিল উদ্দিন নায়েব ও নজির আহম্মেদ মৃধা। বিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব করেন জনাব আঃ মজিদ মাষ্টার এবং এ প্রস্তাবে সাড়া দিয়ে আলহাজ্ব আঃ রহিম মুন্সি, আপিল উদ্দিন নায়েব, আঃ গণি মাষ্টার, আঃ মতলেব কমান্ডারসহ তৎকালীন গন্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণ একত্রে আন্তরিক প্রচেষ্টা চালান। তৎকালীন তরুণ সমাজ—গিয়াস উদ্দিন আহমেদ, আজিজুল হক মুন্সি, তবারক মুন্সি, আবু তাহের মেলকার, ফরিদ উদ্দিন ফরহাদ ও হাবিবুর রহমান—শিক্ষা সহায়ক সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে প্রতিষ্ঠার কাজে গতিশীলতা আনেন। এলাকার শিক্ষিত ব্যক্তিবর্গ—আলতাব হোসেন (বি.এস.সি), খোরশেদ আলম মাষ্টার, আঃ রশিদ মাষ্টার, আঃ জলিল মাষ্টার, মাঃ আমির হোসেন এবং ধনিয়া ইউনিয়নের কৃতি সন্তান জনাব ইলিয়াছ (বি.এস.সি)—নিঃস্বার্থভাবে পাঠদানে যুক্ত হন। বিদ্যালয়ের প্রথম প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন জনাব আঃ মালেক (গঙ্গাপুর ইউনিয়ন, বোহান উদ্দিন, ভোলা) এবং প্রতিষ্ঠালগ্ন থেকেই এই বিদ্যালয় মানসম্মত শিক্ষা প্রদানের মাধ্যমে এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে।